একজন সাক্ষীর জেরা তার জবানবন্দীতে বিবৃত ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকবে কি?


প্রশ্নঃ একজন সাক্ষীর জেরা তার জবানবন্দীতে বিবৃত ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকবে কি?

একজন সাক্ষীর জেরা তার জবানবন্দীতে বিবৃত ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকবে কি নাঃ সাক্ষ্য আইনের ১৩৭ ধারায় বলা হয়েছে যে, যে পক্ষ সাক্ষীকে হাজির করেছেন সেই পক্ষ যখন সাক্ষীকে প্রশ্ন করেন, তখন তাকে সাক্ষীর জবানবন্দী গ্রহণ করা বলা হয়। বিরুদ্ধ পক্ষ যখন সেই সাক্ষীকে প্রশ্ন করেন তখন তাকে জেরা বলা হয়। জেরার উদ্দেশ্য মূলতঃ ৩টি। এগুলি হচ্ছে, (১) জবানবন্দীর সাক্ষ্যকে ধ্বংস বা দুর্বল করা, (২) সাক্ষী বিশ্বাসের অযোগ্য তা প্রতিপন্ন করা এবং (৩) স্বপক্ষে সাক্ষীর নিকট হতে কিছু বক্তব্য আদায় করা। এই উদ্দেশছ সাধনের জন্য জেরায় জবানবন্দীতে বিবৃত ঘটনার বাইরেও প্রশ্ন করা যায়। তবে ইহা অবশ্য প্রাসঙ্গিক হতে হবে। কোন প্রশ্ন প্রাসঙ্গিক মনে না হলে বিচারক কিভাবে তা প্রাসঙ্গিক তা ব্যাখ্যা করার জন্য প্রশ্নকর্তাকে জিজ্ঞেস করতে পারেন। প্রাসঙ্গিক ছাড়াও সাক্ষীর বক্তব্যের সত্যতা যাচাই এর জন্য ইঙ্গিতবাহী প্রশ্ন ছাড়াও যে কোন প্রশ্ন করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক