নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর


প্রশ্নঃ নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর। 

Or, Preparation of Cash Receipt and Cash Payment Journal

নগদ প্রাপ্ত জাবেদা (Cash Receipts Journal): যাবতীয় নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে বিশেষ জাবেদা ব্যবহার করা হয় তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলা হয়। নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেনসমূহের সঠিক হিসাব সংরক্ষণ এবং এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় নগদ প্রাপ্তি জাবেদা একটি বিজ্ঞানসম্মত হিসাব কৌশল। বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠান সনাতন নিয়মে নগদান বই এর পরিবর্তে আধুনিক নিয়মের ‘নগদান প্রাপ্তি জাবেদা’ সংরক্ষণ করে থাকে। 

উদাহরণঃ মালিহা এন্টারপ্রাইজ ৫ ঘরবিশিষ্ট নগদ প্রাপ্তি জাবেদা ব্যবহার করেন। 

ঘরগুলো হলোঃ নগদ (ডেবিট); বিক্রয় বাট্টা (ডেবিট); প্রাপ্য হিসাব (ক্রেডিট); বিক্রয় (ক্রেডিট); অন্যান্য হিসাব (ক্রেডিট)। 

নিম্মোক্ত লেনদেনগুলো মালিহার এন্টারপ্রাইজের নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করঃ 

জুলাই ১, ২০১২

নগদ বিক্রয় মোট ৫৮,০০০ টাকা।

জুলাই ৫, ২০১২

আসিফের নিকট থেকে প্রাপ্য ৬৫,০০০ টাকার ২/১০ n ৩০ শর্তে ৬৩,৭০০ টাকার চেক পাওয়া গেল।

জুলাই ৯, ২০১২

মালিক কর্তৃক অতিরিক্ত মূলধন বিনিয়োগ ৫০,০০০ টাকা।

জুলাই ১০, ২০১২

নগদ বিক্রয় মোট ১,২৫,১৯০ টাকা।

জুলাই ১২, ২০১২

রহিম অ্যাান্ড কোং-এর নিকট থেকে ৭৫,০০০ টাকা পাওনার নিষ্পত্তিতে ৭২,৭৫০ টাকা পাওয়া গেল।

জুলাই ১৫, ২০১২

অগ্রিম বিক্রয় বাবদ ৭,৫০০ টাকা পাওয়া গেল।

জুলাই ২০, ২০১২

নগদ বিক্রয় ১,৫৪,৭২০ টাকা।

জুলাই ২২, ২০১২

মিল্টন কোম্পানির নিকট থেকে ১৩ তারিখে ২/১০ হ ৩০ শর্তে ধারে বিক্রয়ের টাকা বাট্টা বাদে ৫৮,৮০০টাকা পাওয়া গেল।

জুলাই ২৯, ২০১২

নগদ বিক্রয় ১,৭৬,০০০ টাকা।

জুলাই ৩১, ২০১২

সুদ বাবদ নগদ ২,০০০ টাকা পাওয়া গেল।

সমাধানঃ নগদ প্রাপ্তি জাবেদা

তারিখ

ক্রেডিট হিসাব খাত

রে.ফা.

নগদ ডেবিট

বিক্রয় বাট্টা ক্রেডিট

প্রাপ্য হিসাব ক্রেডিট

বিক্রয় ক্রেডিট

অন্যন্য হিসাব ক্রেডিট

জুলাই ১, ২০১২

বিক্রয় 


৫৮,০০০



৫৮,০০০


জুলাই ৫, ২০১২

আসিফ


৬৩,৭০০

১,৩০০

৬৫,০০০



জুলাই ৯, ২০১২

মুলধন


৫০,০০০




৫০,০০০

জুলাই ১০, ২০১২

বিক্রয়


১,২৫,১৯০



১,২৫,১৯০


জুলাই ১২, ২০১২

রহিম


৭২,৭৫০

২,২৫০

৭৫,০০০



জুলাই ১৫, ২০১২

অগ্রিম


৭,৫০০




৭,৫০০

জুলাই ২০, ২০১২

বিক্রয়


১,৫৪,৭২০



১,৫৪,৭২০


জুলাই ২২, ২০১২

মিল্টন


৫৮,৮০০

১,২০০

৬০,০০০



জুলাই ২৯, ২০১২

বিক্রয় 


১,৭৬,৬০০



১,৭৬,৬০০


জুলাই ৩১, ২০১২

সুদ আয় 


২,০০০




২,০০০


৭,৬৯,২৬০

৪,৭৫০

২০০,০০০

৫,১৪,৫১০

৫৯,৫০০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক