জ, য-এর ব্যবহার আলোচনা কর


প্রশ্নঃ বাংলা বানানে জ, য-এর ব্যবহার আলোচনা কর।

বাংলা বানানে জ, য-এর ব্যবহারঃ
বাংলায় প্রচলিত বিদেশি শব্দ সাধারণভাবে বাংলা ভাষার ধ্বনি পদ্ধতি অনুযায়ী লিখতে হবে। যেমন- কাগজ, জাহাজ, হুকুম, হাসপাতাল, টেবিল, পুলিশ, ফিরিস্তি, হাজার, বাজার, জুলুম, জেব্রা ইত্যাদি।

কিন্তু ইসলাম ধর্ম-সংক্রান্ত কয়েকটি বিশেষ শব্দে যা (ز), যা (ذ) দোয়াদ (ص) যোয়া (ظ) রয়েছে যার ধ্বনি ইংরেজি z-এর মতো, সেক্ষেত্রে উক্ত আরবি শব্দগুলোর জন্য য লেখা বাঞ্ছনীয়। যেমন- আযান, অযু, কাযা, নামায, মুয়াযযিন, যোহর, রমযান ইত্যাদি। কিন্তু কেউ কেউ ইচ্ছা করলে এক্ষেত্রে য-এর পরিবর্তে জ ব্যবহার করতে পারে। তবে জাদু, জোয়াল, জো ইত্যাদি শব্দ জ দিয়ে লেখা বাঞ্ছনীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক