মারডকের জ্ঞাতি সম্পৰ্কতত্ত্ব সম্পর্কে বিস্তারিত লিখ


প্রশ্নঃ মারডকের জ্ঞাতি সম্পর্কে যা জান লিখ।
অথবা, মারডকের জ্ঞাতি সম্পৰ্কতত্ত্ব সম্পর্কে বিস্তারিত লিখ।

ভূমিকাঃ জ্ঞাতি সম্পর্ক সামাজিক বন্ধনের মূল চাবিকাঠি ও সমাজ সংগঠনের মূল প্রতিপাদ্য বিষয়। এটা সামাজিক সংগঠনের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত প্রতিটি মানব সমাজে জ্ঞাতি সম্পর্কের অস্তিত্ব রয়েছে। আদিম সমাজ জ্ঞাতি সম্পর্কের সাথে জড়িত জ্ঞাতি সম্পর্ককে নিয়ন্ত্রিত প্রথা বলা যায়। সমাজজীবনে সামাজিকভাবে সুনির্দিষ্ট রীতি বা বিবাহ এবং রক্তের সম্পর্ক হতে মূলত জ্ঞাতি সম্পর্ক সৃষ্ট।

মারডকের জ্ঞাতি সম্পর্কে তত্ত্বঃ নিম্নে মারডকের জ্ঞাতি সম্পর্কে তত্ত্ব আলােচনা করা হলাে- Cousin হচ্ছে চাচাতাে, খালাতো, মামাতাে, ফুপাতাে ভাইবােন। Cousin দু'ধরনের। (১) Parallel Cousin: Parallel Cousin বলতে বুঝায় Children of Sibling belonging to same-sex.(২) Cross Cousin: Cross Cousin বলতে বােঝায়, Children of siblings belonging to the opposite sex. আমেরিকান নৃ-বিজ্ঞান রবার্ট মারডক জ্ঞাতি বা kinship পদ্ধতিকে ছয় ভাগে ভাগ করেছেন। যথা-

(১) হাওয়াই ব্যবস্থাঃ সাধারণত হাইওয়ান দ্বীপপুঞ্জে ও মালয় পলিনেশিয়ান ভাষাভাষীদের মধ্যে এ পদ্ধতি দেখা যায়। এ পদ্ধতিতে প্রত্যেক প্রজন্মে লিঙ্গভেদে দু’টি Term উপস্থিত। পিতা-মাতা হলাে পিতা-মাতা সংক্রান্ত Parental প্রজন্ম এবং ভাইবােন হলাে Ego এর লিঙ্গ প্রজন্ম। এ পদ্ধতিতে মা, মার বােন এবং বাবার বােন একই Term এবং বাবা, বাবার ভাই, মায়ের ভাইকে একই Term এ ডাকা হয়।

(২) ইয়ােকোয়া ব্যবস্থাঃ নিউইয়র্ক এর কাছেই ইরাকোয়া নামক একটি উপজাতি এর নামানুসারে (Iroquois System) ইয়ােকোয়া পদ্ধতি নামে পরিচিত। এটা Matrimonial বা Patrimonial এর কোনটিই নয়। এই পদ্ধতিতে Ego এর বাবা এবং বাবার ভাইকে একটি term এ ডাকা হয়। একইভাবে মা ও মায়ের ভাইকে পৃথক term এ ডাকা হয়। Ego এর নিজস্ব প্রজন্ম এ Ego এর নিজস্ব ভাইবােন এবং Parallel Cousin থেকে Cousin ডাকা হয়। সতরাং এ পদ্ধতিতে Sibling ও Parallel cousin এর জন্য অন্য শব্দ ব্যবহার করা হয়।

(৩) ওমাহা ব্যবস্থাঃ আমেরিকার একটি Patrimonial উপজাতিকে Omaha বলা হয়। এ পদ্ধতি জ্ঞাতি সম্পর্কের Cross পদ্ধতির সম্পূর্ণ বিপরীত। পিতৃসূত্ৰীয় সমাজে এই পদ্ধতি বিরাজমান। এ পদ্ধতিতে মা-এর ভাইয়ের মেয়েকে যে শব্দে সম্বােধন করা হয় মাকে-ও সে একই শব্দে সম্বােধন করা হয়।

(৪) এস্কিমাে ব্যবস্থাঃ আমেরিকায় এস্কিমােদের মধ্যে এস্কিমাে ব্যবস্থা প্রচলিত। জ্ঞাতি সম্পর্কের এ পদ্ধতিতে আপন ভাই বােন অর্থাৎ Sibling ও Cousin দের আলাদা শব্দে ডাকা হয়। অর্থাৎ এই প্রথায় Lineal দের এক নাম এবং Collateral দের আলাদা নামে ডাকা হয়। অর্থাৎ Ego এর Siblings দেরকে ভাই ও বােন এবং Parallel cousin ও Cross Cousin দেরকে Cousin নামে ডাকা হয়।

(৫) ক্রো ব্যবস্থাঃ ক্রো ইন্ডিয়ান আমেরিকার রেড ইন্ডিয়ান উপজাতিদের একটি শাখা। শুধু মাতৃসূত্ৰীয় সমাজে এ ব্যবস্থা দেখা যায়। এ পদ্ধতিতে আপন ভাই-বােন ও Parallel Cousin কে এক করে দেখা হয়। কিন্তু Cross Cousin কে আলাদা শব্দে ডাকা হয়। বাবার বােনের ছেলেকে যে শব্দে ডাকা হয় বাবাকেও সেই একই শব্দে ডাকা হয়। সুতরাং এখানে বাবার বংশের সকল ছেলেই বাবা, কিন্তু বাবার ভাইয়ের ছেলেকে বাবা বলা যাবে না।

পরিশেষঃ পরিশেষে আমরা বলতে পারি যে, জ্ঞাতি সম্পর্ক সামাজিক বন্ধন তথা মানুষের অস্তিত্ব ও সম্মান সমুন্নত রাখার একটি সার্বজনীন সংগঠন। এই জ্ঞাতি সম্পর্ক এবং আত্মীয়তার সম্বােধন রীতি প্রত্যেক সমাজের জন্য তাৎপর্যপূর্ণ। এখানে নৃ-বিজ্ঞানী মারডকের তত্ত্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জ্ঞাতি সম্পর্কের পদাবলী বলতে আমরা, কোনাে ব্যক্তিকে সম্বােধন করতে কতগুলাে অর্থবােধক শব্দ ব্যবহার করাকে বুঝি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক