দুষ্প্রাপ্যতা ও নির্বাচন কী? অর্থনীতিতে নির্বাচন কেন প্রয়ােজন? যুক্তিসহ আলােচনা কর


প্রশ্নঃ অর্থনীতিতে নির্বাচন কেন প্রয়ােজন? যুক্তিসহ আলােচনা কর।
অথবা, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন কাকে বলে?

ভূমিকাঃ অর্থনীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে হলে প্রথমেই অর্থনীতির মৌলিক ধারণাসমূহ সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। অর্থনীতি সমাজ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে প্রতিষ্ঠিত। ইহা এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং সীমিত বা দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন করার প্রক্রিয়া নিয়ে আলােচনা করে।

অসীম অভাব (Unlimited Wants): মানুষকে আনন্দ বা তৃপ্তি দেয় এমন বস্তুগত অথবা অবস্তুগত দ্রব্য ও সেবা পাওয়ার আকাঙক্ষাকে অভাব বলে। জন্মলগ্ন থেকেই মানুষকে সীমাহীন অভাবের সম্মুখীন হতে হয়। একটি অভাব পূরণ হতে না হতেই আরেকটি অভাব দেখা যায়। মানুষের প্রয়ােজনীয় দ্রব্য ও সেবার অভাব পূরণ হলে আরামদায়ক দ্রব্য বা সেবার অভাব অনুভূত হয়। সেটি পূরণ হবার সাথে সাথেই বিলাস জাতীয় দ্রব্য বা সেবার অভাবের মুখােমুখি হতে হয়। এভাবে মানুষের নিরন্তর চাওয়া বা অভাবের শেষ নেই। যেমন- কোন মানুষ যখন ভাড়া বাসায় থাকে পরবর্তীতে আরাম আয়েশ বা স্বাচ্ছন্দ্যের জন্য নিজের বাসায় থাকার আকাক্ষা অনুভব করে। সেটি পূরণ হলে মানুষের মনে উন্নতমানের গাড়ি, মূল্যবান অলংকার ও উন্নত সেবা ইত্যাদির অভাব সৃষ্টি হয়। আবার কারও কারও ক্ষেত্রে যিনি দুবেলা দুমুঠো খেতে পারছেন পরবর্তীতে তিনি উন্নত খাবার ও বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং অন্যান্য ভােগ্যদ্রব্য যেমন- টেলিভিশন, রেফ্রিজারেটর, টেলিফোন ইত্যাদির অভাব অনুভব করেন। এভাবেই অভাব বৃদ্ধি পেতে থাকে। এজন্যই বলা হয় অভাব অসীম।

দুষ্প্রাপ্যতা ও নির্বাচন কী (Scarcity and Choice): অভাব পূরণের জন্য প্রাপ্তব্য সম্পদের চেয়ে অভাব বেশী হওয়াটাই হচ্ছে দুষ্প্রাপ্যতা। অথবা, অভাবের চেয়ে সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকেই দুষ্প্রাপ্যতা বলে। মানুষের জীবনে অভাব সীমাহীন হলেও অভাব পূরণের জন্য সম্পদ সীমিত। এই দুপ্রাপ্যতা সর্বত্র। সমাজে ধনী-গরীব নির্বিশেষে সবাই এ সমস্যার সম্মুখীন। কোন কোন অর্থনীতিতে কোন কোন সম্পদ প্রচুর পরিমাণে পাওয়া যায়। যেমন আমেরিকার যুক্তরাষ্ট্রে ভূমি, মধ্যপ্রাচ্যে তেল, দক্ষিণ আফ্রিকায় সােনার খনি ইত্যাদি। তথাপি এসব দেশেও জনগণের সব অভাব পূরণের জন্য সম্পদ সীমিত। কারণ কেউই তার বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকে না। যেহেতু অর্থনীতিতে সম্পদ সীমিত অর্থাৎ মানুষের অভাব পূরণের উপকরণ অসীম নয় সেহেতু মানুষ তার চাওয়ার পুরােটাই পায় না। তখনই মানুষকে নির্বাচন সমস্যায় পড়তে হয়। সাধারণত নির্বাচন বলতে বাছাই করাকে বুঝায়। মানুষের অভাব পূরণে সম্পদের দুপ্রাপ্যতা থাকায় বিভিন্ন অভাবের মধ্য থেকে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ অভাবটি বাছাই করে মানুষ তা পূরণের চেষ্টা করে। অর্থনীতিতে ইহাকে নির্বাচন বলে। নির্বাচনের ক্ষেত্রে মানুষ কোন অভাব পূরণ করতে গিয়ে বিকল্প সর্বোৎকৃষ্ট অভাব পূরণের আকাঙ্ক্ষা ত্যাগ করে। মানুষ তার সকল অভাব একসাথে পূরণ করতে পারে না।

পরিশেষঃ উপরের আলােচনা থেকে বলা যায়, অসীম অভাব পূরণে সম্পদের দুষ্প্রাপ্যতা এবং বিভিন্ন অভাবের মধ্যে গুরুত্বের ক্রমানুসারে অভাব নির্বাচন করাই হচ্ছে অর্থনৈতিক সমস্যা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক