প্রশ্নঃ বাংলা বানানে উপসর্গের নিয়মাবলি উদাহরণসহ লেখ।
অথবা, উদাহরণসহ বাংলা বানানে উপসর্গের পাঁচটি নিয়ম বা সূত্র লেখ।
বাংলা বানানে উপসর্গের নিয়মঃ বাংলা বানানে উপসর্গের প্রধান নিয়ম বা সূত্রগুলো নিম্নে উপস্থাপন করা হলো-
১. দুরূহ, অসাধ্য, মন্দ, কষ্ট ইত্যাদি অর্থে শব্দের প্রথমে উ-কার যুক্ত ‘দুঃ’ উপসর্গ বসে। যেমন- দুঃসহ্য, দুঃসাধ্য ইত্যাদি।
২. নিন্দা, বীভৎস্যতা, নিকৃষ্টতা ইত্যাদি অর্থে কু-উপসর্গ বসে। যেমন- কুদিন, কুকর্ম, কুৎসা ইত্যাদি।
৩. সম, পরিঃ, আবিঃ ইত্যাদি উপসর্গের পর কৃ-ধাতু বসলে ‘স, ষ’.-এর আগমন ঘটে। যেমন- সম + কার= সংস্কার, আবিঃ + কার = আবিষ্কার ইত্যাদি।
৪. অভাব অর্থে আ-কারান্ত ‘হা’ উপসর্গ প্রথমে বসাতে হয়। যেমন- হাভাত, হাঘর ইত্যাদি।
৫. উৎকর্ষতা, বিশুদ্ধতা, গভীরতা ইত্যাদি অর্থে শব্দের আদিতে ‘সু’ উপসর্গ বসে। যেমন- সুখবর, সুতীব্র, সুনিপুণ ইত্যাদি।
৬. বর্তমান বা সহ অর্থে পদের প্রথমে 'স' উপসর্গ বসে। মেযন- সজল, সতীর্থ, সস্ত্রীক ইত্যাদি।
৭. অ, অনা, অঘা, ঊনা ইত্যাদি আ-কারযুক্ত উপসর্গযোগে শব্দ গঠিত হলে উপসর্গের আ-কার বজায় থাকে। যেমন- অঘারাম, অনাচার, আকাল, ঊনাবর্ষা ইত্যাদি।
৮. নিন্দা, বিরামহীনতা, নিকৃষ্টতা ইত্যাদি অর্থে শব্দের প্রথমে অ-উপসর্গ বসে। যেমন- অকাজ, অবিরাম, অমানুষ ইত্যাদি।
৯. না অর্থে শব্দের প্রথমে ই-কারান্ত ‘নি’ উপসর্গ বসাতে হয়। যেমন- নিখরচা, নিলাজ, নিখুঁত ইত্যাদি ।
0 মন্তব্যসমূহ