তুলনামূলক রাজনীতি বলতে কি বুঝ?


প্রশ্নঃ তুলনামূলক রাজনীতি বলতে কি বুঝ?

ভূমিকাঃ রাজনীতিতে তুলনামূলক বিশ্লেষণ পদ্ধতি অতি পুরাতন হলেও সাম্প্রতিক কালে এটি রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গ্রিক দার্শনিক এরিস্টটল সর্বপ্রথম সরকারের শ্রেণীবিভাগ আলোচনা করতে গিয়ে তুলনামূলক পদ্ধতির ব্যবহার করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় যে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, তার প্রভাব তুলনামূলক রাজনীতিতে ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। প্রকৃতপক্ষে যুদ্ধ পরবর্তী সময়ের বিধ্বস্ত আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে যে ব্যাপক পরিবর্তন সূচিত হয়, তা মূলত তুলনামূলক রাজনীতির গতিপ্রকৃতি ও অধ্যয়ন রীতিকে প্রভাবিত করেছে। ফলশ্রুতিতে রাজনৈতিক কার্যাবলি, প্রক্রিয়া, ক্ষমতা ও প্রকৃতির ধারণা ও বিশ্লেষণে তুলনামূলক রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে পড়েছে এবং রাষ্ট্রবিজ্ঞানে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

তুলনামুলক রাজনীতিঃ মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। সৃষ্টির শ্রেষ্ঠ এ জীবের সহজাত প্রবৃত্তি ও কর্ম হচ্ছে বিভিন্ন বৈশ্বিক বিষয়ে তুলনা। তাছাড়া কোন বিশেষ রাজনৈতিক ব্যবস্থা বা প্রতিষ্ঠান সম্পর্কে সম্যক ধারণা পেতে হলে অন্যান্য রাজনৈতিক ব্যবস্থার সাথে এর তুলনামূলক আলোচনা থাকা প্রয়োজন। তাই সাধারণভাবে তুলনামূলক রাজনীতি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক অধ্যয়ন। অন্যভাবে বলা যায়, দুই বা ততোধিক দেশের আচরণ, প্রতিষ্ঠান, প্রক্রিয়া, ভাবধারা, মূল্যবোধ ইত্যাদি নিয়ে পারস্পরিক আলোচনাই হচ্ছে তুলনামূলক রাজনীতি। 

প্রামাণ্য সংজ্ঞাঃ বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদ বিভিন্নভাবে তুলনামূলক রাজনীতির সংজ্ঞা দিয়েছেন। নিয়ে তাঁদের কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা উপস্থাপন করা হলঃ

ডেল হিচনার (Dell Hitchner) এবং ক্যারোল লেভিন (Carol Levine) তাদের 'Comparative Government and Politics (1967)' গ্রন্থে বলেছেন, “তুলনামূলক রাজনীতি আধুনিক সরকার ব্যবস্থাসমূহের রাজনৈতিক অভিজ্ঞতা, আচরণ, প্রতিষ্ঠান ও প্রক্রিয়া অধ্যয়ন করে।”

সিডনি ভারবা (Sidney Verba) বলেন, "Politics is very where to the argument runs, and all understanding requires comparison therefore everything is comparative politics."

এম. জি. স্মিথ (M. G. Smith) তার 'Comparative Politics' প্রবন্ধে বলেছেন যে, “তুলনামূলক রাজনীতি হচ্ছে সে অধ্যয়ন ক্ষেত্র, যা রাজনৈতিক সংগঠনের প্রকারভেদ, তাদের বৈশিষ্ট্য, পারস্পরিক সম্পর্ক এবং পরিবর্তনের ধারা নিয়ে আলোচনা করে।”

সুতরাং বলা যায় যে, তুলনামূলক রাজনীতি একাধিক রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে সাদৃশ্যগুলো ও বৈসাদৃশ্যগুলো নির্ধারণ করে রাজনীতির ব্যাখ্যা প্রদান করে থাকে।

উপসংহারঃ উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, তুলনামূলক রাজনীতি তুলনামূলক সরকারেই এক পরিবর্তিত রূপ। তুলানামূলক রাজনীতিতে রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় বিষয়ের আলোচনা হয়। রাজনীতিতে তুলনামূলক পদ্ধতির ব্যবহার পূর্বে ছিল এবং বর্তমানেও আছে। সর্বোপরি বলা যায় তুলনামূলক রাজনীতি রাজনীতির ক্ষেত্রে কার্যকর ও বাস্তবভিত্তিক সফলতা লাভ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক