তুলনামূলক রাজনীতির বৈশিষ্ট্য উল্লেখ কর


প্রশ্নঃ তুলনামূলক রাজনীতির বৈশিষ্ট্য উল্লেখ কর।

ভূমিকাঃ খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে গ্রিক দার্শনিক এরিস্টটলের হাতেই উদ্ভব ঘটে তুলনামুলক রাজনীতির। সে সময় থেকে আজ অবধি তুলনামূলক রাজনীতি সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর অবদানের প্রেক্ষিতে বর্তমান রূপলাভ করেছে। বর্তমানে তুলনামূলক রাজনীতি স্থানের চেয়ে বেশি আধুনিক বৈশিষ্ট্য পরিপূর্ণ এবং রাজনীতির মূলসূত্র ও বাস্তবতা অনুসন্ধানে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। তাই সাম্প্রতিক সময়ে তুলনামূলক রাজনীতির বৈশিষ্ট্য রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচ্যবিষয়ে পরিণত হয়েছে।

তুলনামূলক রাজনীতির বৈশিষ্ট্যঃ নিম্নে তুলনামুলক রাজনীতির বৈশিষ্ট্য আলোচনা করা হলঃ

১. রাজনীতি অধ্যয়নে কেবল পাশ্চাত্যের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা হতো। কিছু তুলনামূলক রাজনীতির পাশ্চাত্য ও প্রাচ্য উভয় ধরনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করে।

২. তুলনামূলক রাজনীতি কেবল সরকারের আনুষ্ঠানিক কাঠামোগুলোর বিশ্লেষণের মধ্যে সীমিত নয়, বরং এটা সরকারের অনানুষ্ঠানিক কাঠামোসমূহ যেমন- রাজনৈতিক সামাজিকীকরণ, রাজনৈতিক সংস্কৃতি ইত্যাদি বিষয়কে অন্তর্ভুক্ত করে। 

৩. পূর্বে রাষ্ট্রবিজ্ঞানের অধিকাংশ তত্ত্বই ছিল আদর্শবাদী। কিন্তু তুলনামূলক রাজনীতি বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ কৌশল প্রয়োগ করে নতুন নতুন অভিজ্ঞতামূলক তত্ত্ব নির্মাণ এবং সেগুলো পরীক্ষা করে৷

৪. তুলনামূলক রাজনীতি অধ্যয়ন কোন নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা সারা বিশ্বব্যাপী বিস্তৃত।

৫. তুলনামুলক রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানকে অন্যান্য শাখার সাথে সম্পৃক্ত করেছে।

৬. তুলনামূলক রাজনীতি আচরণবাদের মতো রাজনীতি থেকে নীতি নৈতিকতাকে বিচ্ছিন্ন করেছে। একটি দেশের রাজনীতি কি হওয়া উচিত সেটি নয়, বরং বাস্তবে কি অবস্থা বিদ্যমান সেটিই তুলনামূলক রাজনীতি বিশেষজ্ঞদে প্রধান বিবেচ্য বিষয়।

৭. তুলনামূলক রাজনীতি রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের সঠিক বিষয়বস্তু নির্ধারণ এবং সেগুলোর বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা প্রদান করে থাকে। 

উপসংহারঃ অতএব বলা যায়, তুলনামূলক রাজনীতির পরিধি অনেক বিস্তৃত এবং বৈশিষ্ট্যমণ্ডিত। তুলনামূলক রাজনীতির বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে এবং রাজনীতির অনানুষ্ঠানিক উপাদানসমূহ অধ্যয়ন করে রাজনীতিকে একদিকে যেমন গতানুগতিকতার প্রভাব থেকে মুক্ত করেছে। অন্যদিকে তেমনি বাস্তব সত্য উদ্ঘাটনে সহায়তা করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক