মার্কিন সিনেটের সদস্য পদপ্রার্থীর যােগ্যতাগুলাে লিখ


প্রশ্নঃ মার্কিন সিনেটের সদস্য পদপ্রার্থীর যােগ্যতাগুলাে লিখ।
অথবা, মার্কিন সিনেটের সদস্য পদপ্রার্থীর কী কী যােগ্যতা থাকতে হয়? লিখ।
অথবা, মার্কিন সিনেট সদস্যের যােগ্যতা সম্বন্ধে যা জান লিখ।

ভূমিকাঃ যুক্তরাষ্ট্রীয় নীতি অনুযায়ী কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট্য হয়। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা অর্থাৎ সিনেটও দ্বিকক্ষবিশিষ্ট্য। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ বা দ্বিতীয় পরিষদের নাম সিনেট (Senate)। এ কক্ষকে অঙ্গরাজ্যগুলাের প্রতিনিধিত্বমূলক কক্ষ বলা হয়। মার্কিন সিনেট প্রত্যেক অঙ্গরাজ্য হতে দু’জন করে প্রতিনিধি নিয়ে গঠিত হয়।

সিনেটঃ মার্কিন যুক্তরাষ্ট্রের মােট অঙ্গরাজ্যের সংখ্যা ৫০টি। প্রত্যেক অঙ্গরাজ্য থেকে ২ জন করে প্রতিনিধি প্রেরণ করা হয় বিধায় সিনেটের মােট সদস্য সংখ্যা ১০০। সিনেটের সদস্যরা নিজ নিজ অঙ্গরাজ্যের জনগণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। সিনেটের সদস্য হতে হলে তাকে কমপক্ষে ৩৫ বছর বয়স্ক হতে হবে এবং তাকে ঐ অঙ্গরাজ্যের স্থায়ী নাগরিক হতে হবে। সিনেটদের কার্যকালের মেয়াদ ছয় বছর।

সিনেটের সদস্যদের যােগ্যতাঃ মার্কিন সংবিধানে সিনেটের সদস্য নির্বাচিত হওয়ার কতকগুলাে যােগ্যতা নির্দিষ্ট করে দেয়া হয়েছে। মার্কিন সিনেটের সদস্যদের যােগ্যতা নিম্নে উপস্থাপন করা হল-

১. সিনেটের সদস্য পদপ্রার্থীকে কমপক্ষে ৯ বছর যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে।

২. সিনেটের সদস্য পদপ্রার্থীকে কমপক্ষে ৩০ বছর বয়স্ক হতে হবে।

৩. যে অঙ্গরাজ্যে তিনি প্রার্থী হবেন, তাকে সেই রাজ্যের অধিবাসী হতে হবে।

৪. সিনেটের সদস্য থাকাকালীন কেউ মার্কিন যুক্তরাষ্ট্রীয় সরকারের কোন পদে অধিষ্ঠিত থাকতে পারবে না।

উপসংহারঃ উপযুক্ত আলােচনার সমাপ্তিতে বলা যায় যে, মার্কিন সিনেটের সদস্য পদপ্রার্থীর উপযুক্ত যােগ্যতাগুলাে থাকা অপরিহার্য। উপযুক্ত যােগ্যতাগুলাে ব্যতীত কেউ সিনেটের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। সুতরাং মার্কিন সিনেটের সদস্য হতে হলে তার এ যােগ্যতা থাকা বাঞ্ছনীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক