অথবা, উদাহরণসহ বাংলা বানানে ‘ন' ব্যবহারের সূত্রগুলো উল্লেখ কর।
‘ন’ ব্যবহারের নিয়মঃ বাংলা বানানে দন্ত্য-ন ব্যবহারের নিয়মগুলো উদাহরণসহ নিম্নে উপস্থাপন করা হলো-
১. সর্বদা বিদেশি শব্দে দন্ত্য-ন হয়। যেমন- কুরআন, ইরান, জাপান, জার্মান, জর্দান, মেহমান ইত্যাদি।
২. বাংলা ক্রিয়াপদে দন্ত্য-ন হয় । যেমন- করেন, পড়েন,, খান, যান, আসুন, ধরেন, বসেন ইত্যাদি।
৩. ত-বর্গীয় বর্ণে (ভ, থ, দ, ধ) দন্ত্য-ন হয়। যেমন— বৃত্ত, গ্রন্থ, দূরন্ত, বৃন্দ সনাতন ইত্যাদি।
৪. খাঁটি বাংলা শব্দে সর্বদা দন্ত্য-ন হয়ে থাকে। যেমন- সোনা, নুন, চুন, কান, কানা ইত্যাদি।
৫. সমাসবদ্ধ শব্দের পূর্বপদে ঋ, র, য থাকলে পরপদে দন্ত্য-ন হয়। যেমন-ত্রিনয়ন, হরিনাম, দুর্নীতি, বারিনিধি, মৃগনাভি ইত্যাদি।
৬. কতিপয় শব্দে স্বভাবতই দন্ত্য-ন ব্যবহার হয়। যেমন- রূপবান, সর্বনাম, শ্রীমান, দুর্নাম, পাওনা ইত্যাদি।
0 মন্তব্যসমূহ