বাংলা তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি ও মিশ্র শব্দের বানানের প্রধান পাঁচটি নিয়ম আলোচনা কর


প্রশ্নঃ বাংলা তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি ও মিশ্র শব্দের বানানের প্রধান পাঁচটি নিয়ম দৃষ্টান্তসহ আলোচনা কর।
অথবা, বাংলা তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি ও মিশ্র শব্দের বানানের প্রধান পাঁচটি নিয়ম দৃষ্টাত্তসহ নিম্নে উপস্থাপন কর।


তৎসম শব্দঃ ক, খ, গ পরে থাকলে পদের অন্তস্থিত 'ম' স্থানে ‘ং’ এবং বিকল্পে ‘ঙ’ হবে। যেমন- সংগীত> সঙ্গীত, শুভংকর> শুভঙ্কর ইত্যাদি।

তদ্ভব শব্দঃ বাংলা ভাষায় ব্যবহৃত তদ্ভব শব্দে সর্বদাই ই-কার হবে। যেমন- কুমির, পাখি, বাড়ি ইত্যাদি।

দেশি শব্দঃ দেশি শব্দের ক্ষেত্রে প্রচলিত বানান ব্যবহার হবে। যেমন- ঢেঁকি, ফরসা ইত্যাদি।

বিদেশি শব্দঃ বিদেশি 'st' স্থানে নতুন সংযুক্ত বর্ণ 'স্ট’ হবে। যেমন-স্টেশন, স্টোভ ইত্যাদি।

মিশ্র শব্দঃ মিশ্র শব্দে ই-কার হবে। যেমন- খ্রিস্টান, চৌহদ্দি ইত্যাদি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক