অথবা, উদাহরণসহ বাংলা বানানে 'স' ব্যবহারে পাঁচটি নিয়ম লেখ৷
অথবা, বাংলা ভাষায় ‘স;-এর ব্যবহারের পাঁচটি সূত্র উদাহরণসহ লেখ।
'স' ব্যবহারের নিয়মঃ বাংলা বানানে দন্ত্য-স ব্যবহারের নিয়মগুলো উদাহরণসহ নিম্নে উপস্থাপন করা হলো-
১. ‘সাৎ’ প্রত্যয়ের দন্ত্য-স রক্ষিত হয়। যেমন— ধূলিসাৎ, ভূমিসাৎ, অকস্মাৎ, অগ্নিসাৎ ইত্যাদি।
২. খাঁটি বাংলা শব্দে সর্বদা দন্ত্য-স হয়। যেমন- ভাসা, সোনা ইত্যাদি।
৩. ক্রিয়াপদে সর্বদা দন্ত্য-স হয়ে থাকে। যেমন- করিস, খাস, যাস, হাসা ইত্যাদি।
৪. সন্ধিতে ইঃ/ উঃ-এর জায়গায় যদি অঃ/ আঃ থাকে তাহলে দন্ত্য-স হবে। যেমন- তিরঃ + কার = তিরস্কার; পুরঃ + কার = পুরস্কার; ভাঃ + কর = ভাস্কর; মনঃ + কামনা = মনস্কামনা ইত্যাদি।
৫. আরবি, ফারসি, ইংরেজি ভাষা থেকে আগত শব্দসমূহে দন্ত্য-স হয়ে থাকে। যেমন-
আরবি শব্দঃ আসামি, ওস্তাদ, কসাই, মুসকিল, খাসি ইত্যাদি।
ফারসি শব্দঃ আসমান, মুন্সেফ, খানসামা ইত্যাদি।
ইংরেজি শব্দঃ অফিস, গ্লাস, মাস্টার, স্টেশন, পোস্ট ইত্যাদি।
0 মন্তব্যসমূহ