তুলনামূলক রাজনীতি অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর


প্রশ্ন: তুলনামূলক রাজনীতি অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর।

ভূমিকা: রাজনীতি একটি জীবনঘনিষ্ঠ বিষয়। জীবন-যাপনের মতোই রাজনীতি সতত চলমান একটি প্রক্রিয়া। এটি মূলত সামাজিক কাঠামো, ঐতিহ্য, আদর্শ, সংস্কৃতি এবং পরিবেশভিত্তিক ব্যবস্থার অধ্যয়ন। রাজনৈতিক ক্ষেত্রে যেসব পরিবর্তন ঘটে, তা সঠিকভাবে অনুধাবনের জন্য প্রয়োজন ঘটনাবলির মধ্যে একটি ঐক্যসূত্র অনুসন্ধান। তুলনামূলক রাজনীতি এ ঐক্যসূত্র অনুসন্ধানের অন্যতম পদ্ধতি। এ পদ্ধতি সময়ের সঙ্গে সঙ্গে নানা পরিবর্তন ও পরিবর্ধন সাধন করেছে। বর্তমানে তুলনামূলক রাজনীতি অধ্যয়নে গতানুগতিক পদ্ধতিআধুনিক পদ্ধতি বহুল ব্যবহৃত।

তুলনামূলক রাজনীতি অধ্যয়নের পদ্ধতি: রাষ্ট্রবিজ্ঞানে তুলনামূলক রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। বিষয়ভিত্তিক ভিন্নতার কারণে একই পদ্ধতি সব ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব নয়। প্রধানত দুটি পদ্ধতি বহুল ব্যবহৃত হয়ঃ

১. গতানুগতিক পদ্ধতি
২. আধুনিক পদ্ধতি

১. গতানুগতিক পদ্ধতি

রাজনীতি অধ্যয়নের প্রাথমিক সময়ে বিভিন্ন দেশে রাজনৈতিক ব্যবস্থা তুলনামূলকভাবে বিশ্লেষণ করতে বর্ণনামূলক পদ্ধতি ব্যবহার করা হতো। এই পদ্ধতিকে সনাতন পদ্ধতি বলা হয়। বিংশ শতকের দ্বিতীয়ার্ধে রাজনৈতিক ব্যবস্থার জটিলতা বৃদ্ধি পাওয়ায় এই পদ্ধতিতে পরিবর্তন ঘটে।

গতানুগতিক পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ:
১. বর্ণনামূলক আলেখ্য
২. সংকীর্ণতা
৩. রীতিসিদ্ধ আইনগত দিক
৪. ঐতিহাসিক মনোভাব
৫. অতুলনামূলক
৬. রক্ষণশীলতা
৭. আনুষ্ঠানিক কাঠামোর আলোচনা
৮. বহিরাকৃতিমূলক
৯. অবৈজ্ঞানিক
১০. তত্ত্বের প্রতি উদাসীনতা
১১. পদ্ধতি সম্পর্কে ঔদাসীন্য

২. আধুনিক পদ্ধতি

রাজনীতি অধ্যয়নে আধুনিক পদ্ধতির প্রচলন ঘটে মূলত ১৯০৮ সালে গ্রাহাম ওয়ালাসের Human Nature in Politics এবং আর্থার বেন্টলিএর The Process of Government গ্রন্থ প্রকাশের মাধ্যমে। আধুনিক পদ্ধতি মূলত ১৯৫০-এর দশক থেকে জনপ্রিয় হয়ে ওঠে এবং গতানুগতিক পদ্ধতির পাশাপাশি ব্যবহার বৃদ্ধি পায়।

আধুনিক পদ্ধতির বৈশিষ্ট্য ও ধরনসমূহ:
ক. আচরণবাদ (Behavioral Approach)
খ. এলিট তত্ত্ব (Elite Theory)
গ. গ্রুপ তত্ত্ব (Group Theory)
ঘ. মনস্তাত্ত্বিক পদ্ধতি (Psychological Approach)
ঙ. ব্যবস্থা তত্ত্ব (System Theory)
চ. কাঠামো কার্যগত পদ্ধতি (Structural-Functional Approach)
ছ. যোগাযোগ তত্ত্ব (Communication Theory)
জ. শ্রেণী বিশ্লেষণ তত্ত্ব (Class Analysis)
ঝ. সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব (Decision-Making Theory)
ঞ. ক্রীড়ামূলক তত্ত্ব (Game Theory)

উপসংহার: গতানুগতিক পদ্ধতি ও আধুনিক পদ্ধতি উভয়ই তুলনামূলক রাজনীতি অধ্যয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনীতির জটিলতা বৃদ্ধি পাওয়ায় আধুনিক পদ্ধতির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। আধুনিক পদ্ধতি নতুন তত্ত্ব, বিশ্লেষণ ও কাঠামোর মাধ্যমে রাজনীতির ভাণ্ডারকে সমৃদ্ধ করছে। তবে গতানুগতিক পদ্ধতির প্রয়োগ পুরোপুরি বিলুপ্ত হয়নি, বরং উভয় পদ্ধতির সমন্বয় রাজনৈতিক বিশ্লেষণকে আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য করে তুলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক