প্রশ্ন : এলিট তত্ত্ব কি?
এলিট তত্ত্বের মূল বক্তব্য হলো—
-
প্রতিটি সমাজে দু’টি প্রধান শ্রেণি বিদ্যমান :১। সংখ্যায় অল্প (মুষ্টিমেয়) ব্যক্তিবর্গ—যাদের মধ্যে দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও শাসনক্ষমতা রয়েছে।২। সংখ্যাগরিষ্ঠ সাধারণ জনগণ—যারা নেতৃত্ব মেনে চলে বা শাসিত হয়।
অতএব, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করে সবসময়ই একটি ক্ষুদ্র সংখ্যালঘু গোষ্ঠী বা এলিট, আর সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের দ্বারা পরিচালিত হয়।
সংজ্ঞা :
-
লাসওয়েল (Lasswell): “Elites are the power holders of a body politic.”
-
সি. রাইট মিলস (C. Wright Mills): “Elites are those who hold the leading positions in the strategic hierarchies.”
-
টি. বি. বটোমোর (T. B. Bottomore): “এলিট কথাটি সাধারণত কার্যগত বা পেশাগত গোষ্ঠীগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, যারা সমাজে উচ্চ মর্যাদার অধিকারী।”
0 মন্তব্যসমূহ