তুলনামূলক রাজনীতির উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা কর


প্রশ্ন: তুলনামূলক রাজনীতির উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।

ভূমিকা: তুলনামূলক রাজনীতির বিশ্লেষণ অতি প্রাচীন হলেও সাম্প্রতিক সময়ে এর ধারা গুণগতভাবে ভিন্ন। সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন রাষ্ট্রদার্শনিকের হাতে এটি পরিমার্জিত ও পরিবর্তিত হয়ে বর্তমান পর্যায়ে এসেছে। তাই তুলনামূলক রাজনীতির উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস অত্যন্ত দীর্ঘ।

তুলনামূলক রাজনীতির উৎপত্তি ও ক্রমবিকাশ: নিম্নে তুলনামূলক রাজনীতির উৎপত্তি ও ক্রমবিকাশের বিস্তারিত আলোচনা করা হলো।

১. প্রথম বিশ্বযুদ্ধ পূর্ববর্তী সময়কাল: এই সময়ে মূলত তুলনামূলক রাজনীতির ধারণার উদ্ভব ঘটে। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল এ ধারণার উৎপত্তি ঘটান। পরবর্তীতে আরও অনেক রাষ্ট্রদার্শনিক বিষয়টির বিশ্লেষণ ও ব্যাখ্যা করেন। এই সময়ে যেসব রাষ্ট্রদার্শনিক তুলনামূলক রাজনীতির প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, তাঁদের সম্পর্কে আলোচনা করা হলো:

ক. এরিস্টটলের অবদান: তুলনামূলক রাজনীতির উদ্ভব ঘটেছিল খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে গ্রিক দার্শনিক এরিস্টটলের হাতে। তিনিই প্রথম ১৫৮টি সংবিধানের মধ্যে তুলনামূলক আলোচনা করেন এবং সরকারের শ্রেণীবিন্যাস নির্ধারণ করেন। তিনি আদর্শ রাষ্ট্রের সরকারি ব্যবস্থা, শাসন পদ্ধতি, বিভিন্ন প্রতিষ্ঠানের পদবিন্যাস নীতি, মূল্যবোধ এবং বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে তুলনামূলক বিশ্লেষণ পদ্ধতি প্রতিষ্ঠা করেন, যা তুলনামূলক রাজনীতির উৎপত্তি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খ. পলিবিয়াস, সিসেরো ও ম্যাকিয়াভেলির অবদান: পরবর্তী সময়ে পলিবিয়াস এবং সিসেরো গ্রিক ঐতিহ্যকে রোমান চিন্তায় সংহত করেন এবং তুলনামূলক রাজনীতি অধ্যয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রেনেসাঁ যুগের দার্শনিক ম্যাকিয়াভেলি এরিস্টটলের পদ্ধতি অনুসরণ করে রাষ্ট্রদর্শন আলোচনা করেন। তাঁর রচনাবলিতে আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ও তুলনামূলক রাজনীতিকে ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে।

গ. ফরাসি দার্শনিক জ্যা বৌদ্যা ও মন্টেস্কুর অবদান: ফরাসি দার্শনিক জ্যা বৌদ্যা ম্যাকিয়াভেলির পথ অনুসরণ করে রাষ্ট্রদর্শন বিশ্লেষণ করেছেন। আঠারো শতকের দার্শনিক মন্টেস্কু তুলনামূলক অধ্যয়ন পদ্ধতি অনুসরণ করে তাঁর ‘আইন তত্ত্ব’ প্রতিষ্ঠা করেন। তাঁর বিখ্যাত গ্রন্থ The Spirit of Laws ফ্রান্স, আমেরিকা ও পাশ্চাত্য দেশসমূহের সরকার গঠন ও পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে।

২. প্রথম বিশ্বযুদ্ধোত্তর সময়কাল: এই সময়ে লর্ড ব্রাইস তাঁর Modern Democracies গ্রন্থের মাধ্যমে তুলনামূলক রাজনীতির বিকাশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান। এছাড়াও কার্ল জে. ফ্রেডারিক, হ্যারম্যান ফাইনার প্রমুখ তাত্ত্বিকগণ আইনের বাইরের বিষয়গুলো সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন। মূলত এই সময়ে এ সকল দার্শনিকের বক্তব্য তুলনামূলক রাজনীতির নতুন দিকের উন্মোচন করেছে।

৩. প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কাল: এই সময়ে এমিল ডুর্খেইম (The Rules of Sociological Method), এস. এফ. নাদেল (The Foundations of Social Anthropology) এবং জর্জ মারডুক (Anthropology as Comparative Science) গ্রন্থে তুলনামূলক রাজনীতি অধ্যয়নের পদ্ধতির সার্থক প্রয়োগ ঘটান। এ সময় তুলনামূলক রাজনীতির বিকাশ দ্রুত হয়।

ক. স্যামুয়েল এইচ. বিয়ার, এম. হ্যাস, বার্নার্ড উইলিয়াম, রয় ম্যাক্রিডিসের ভূমিকা: এই রাষ্ট্রবিজ্ঞানীরা তুলনামূলক রাজনীতির বিকাশের পাশাপাশি পদ্ধতির গুণগত মান বৃদ্ধি করে একে নতুন ও গ্রহণযোগ্য স্তরে উন্নীত করেন।

খ. ডেভিড ইস্টন, লুসিয়ান পাই, ম্যাক্সওয়েবারের ভূমিকা: বিংশ শতাব্দীর ষাটের দশক থেকে তুলনামূলক রাজনীতির সুবর্ণ যুগ শুরু হয়। এ সময় তুলনামূলক রাজনীতির সনাতন প্রাতিষ্ঠানিক রূপ পরিবর্তন করে তত্ত্ব গঠন পদ্ধতির পথ অনুসরণ করে। গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ডেভিড ইস্টন, কোলম্যান, পাওয়েল, গ্যাব্রিয়েল, এলমন্ড, লুসিয়ান পাই, এডওয়ার্ড মিলস, হ্যারি একস্টেন, সিডনি ভারবা প্রমুখ।

গ. এলমন্ড ও পাওয়েলের ভূমিকা: এলমন্ড ও পাওয়েল তুলনামূলক রাজনীতি অধ্যয়নের বিষয় বা উপাদানসমূহে নতুন বিষয় অন্তর্ভুক্ত করেন। তারা রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক সামাজিকীকরণ, আমলাতন্ত্র ইত্যাদি বিষয়কে তুলনামূলক রাজনীতি অধ্যয়নের অন্তর্ভুক্ত বিষয় হিসেবে গ্রহণ করেন।

৪. সাম্প্রতিক সময়কাল: বর্তমানে তুলনামূলক রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গতানুগতিক পদ্ধতি বজায় রাখলেও বিষয়বস্তু ও গতিপ্রকৃতিতে ব্যাপক পরিবর্তন ঘটেছে। আধুনিক সময়ে গতানুগতিক পদ্ধতি সময়ের চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায়, নতুন চিন্তাধারার সংযোজন তুলনামূলক রাজনীতি সহজভাবে গ্রহণ করেছে। এর ফলে তুলনামূলক রাজনীতির প্রসার বৃদ্ধি পেয়েছে এবং রাজনীতি উন্নত স্তরে উপনীত হয়েছে।

উপসংহার: উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে তুলনামূলক রাজনীতি তুলনামূলক সরকারেরই একটি পরিবর্তিত রূপ। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে যেটি উদ্ভব হয়েছিল, তা পরবর্তীতে বিস্তৃত ও ব্যাপক আকার লাভ করেছে। বর্তমানে তুলনামূলক রাজনীতির পরিধি অনেক বেশি বিস্তৃত, বৈশিষ্ট্যমণ্ডিত এবং বাস্তবভিত্তিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক